সিরাজ উল্লাহ(কোম্পানীগঞ্জ, নোয়াখালী)প্রতিনিধিঃ-
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার বেলা ১১টায় বসুরহাট মাকসুূদাহ সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন শেষে এক বিশেষ সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ৩৫ সদস্য বিশিষ্ট শিক্ষক সমিতির কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
কার্যকরী কমিটিতে উত্তর চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল্লা হিল আমিনকে সভাপতি,
হাজারিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুঃ ওমর ফারুককে সাধারন সম্পাদক
এবং চরকাঁকড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অসীম মজুমদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি মফিজুল আলম এর সভাপতিত্বে এবং উত্তর চরফকিরা সঃ প্রাঃবিঃ এর সহকারি শিক্ষক কামরুজ্জামান জাফর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল আলিম সুজন,সাংগঠনিক সম্পাদক নাছিম ফারুকী,
সহ-সভাপতি আবুল বাশার ভুলু, যুগ্ম-সাধারন সম্পাদক অনুপম পাল প্রমুখ।