সিরাজ উল্লাহ(কোম্পানীগঞ্জ, নোয়াখালী)প্রতিনিধিঃ-
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাটে কোম্পানীগঞ্জ ওয়ার্কসপ মালিক সমবায় সমিতির প্রস্তাবিত মুলধন বাজেট অধিবেশন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মজ্ঞলবার বিকাল ৪ঘটিকার সময় রৌশন আরা সুপার মার্কেটের ৩য় তলায় সমিতির কার্য্যলয়ে সমিতির অডিটোরিয়ামে সমিতির সভাপতি মোঃ সাইফ উদ্দীন বাচ্চুর সভাপতিত্বে ২০২০-০২১ অর্থ বছরের মুলধন বাজেট ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উল্লাহ সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে ২০২০-০২১ অর্থ বছরের বাজেট পেশ করেন।
বাজেট অধিবেশন ও সাধারন সভায় সর্ব সম্মতি ক্রমে সমিতির উন্নয়ন মুলক কাজের প্রস্তাবনায় ও সিদ্ধান্তের আলোকে অনুমোদন গৃহীত হয়।
উক্ত বাজেট অধিবেশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মানিক,মাষ্টার গোলাম সারওয়ার,মোঃ মোশারফ হোসেন,মাওলানা জাকের হোসেন, মোঃ ওমর ফারুক,বাবু প্রিয়লাল,
মোঃ নুর আলম,মোঃ আনোয়ার হোসেন জাহাঙ্গীর,মোঃ সবুজ সহ প্রমুখ।
কোম্পানীগঞ্জ ওয়ার্কসপ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বাজেট অধিবেশন ও সাধারন সভাকে সফল করতে স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করায় সমিতির সকল সদস্য ও কার্য্যকারি পরিষদের সকল সদস্যদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।