স্টাফ রিপোর্টার-
কোম্পানীগঞ্জঃ করুনার দ্বিতীয় ঠেউ সামলাতে যখন হিমশিম খাচ্ছে অন্যান্য অঞ্চলের ন্যায় কোম্পানীগঞ্জ বাসী ঠিক তখনই দেখা দিল শীতকাল।শীতের প্রকোপে অসহায়, সম্বলহীনরা অনেক কষ্টে রাত্রি যাপন করছে দেখে কোম্পানীগঞ্জ বাসীর প্রাণের সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ শীতার্তদের পাশে দাড়ালো শীতাতপনিয়ন্ত্রক কম্বল নিয়ে।
০৯,১০ জানুয়ারি এ দুইদিন ব্যাপী পুরো কোম্পানীগঞ্জ উপজেলায় সম্বলহীন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেশে অবস্থানরত কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের বাস্তবায়ন কমিটির সদস্য বৃন্দ।
আজ ১০,ই জানুয়ারী কম্বল বিতরণের কার্যক্রম সম্পন করে উপস্থিত সদস্য বৃন্দদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়।
উপস্থিত সভায় সভাপতির দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সদ্য ইতালি থেকে দেশে ফেরত মোহাম্মদ ইসলাম উদ্দিন। সভার সঞ্চালনা করেন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য সাংবাদিক নোমান আহমেদ।
উপস্থিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম (মাসুক),বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য শাহীন আহমেদ (শাহেন)।
কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক আলী হোসাইন মাসুদ বলেন অসহায়,সম্বলহীনদের সুখ, দুঃখের সঙ্গী হওয়ার ইচ্ছা পোষণ করেই আমি সহ কোম্পানীগঞ্জের মানবপ্রেমী প্রবাসীদের নিয়ে উক্ত সংগঠনটি আত্মপ্রকাশিত হয়।
আমরা ঘাম জড়িয়ে কঠোর পরিশ্রম করে প্রবাসে যে অর্থ উপার্জন করি নিজে ও নিজের পরিবারের ভরণপোষণ করার পর কিছুটা সংগঠনের আর্থিক ফান্ডে জমা রাখি মানব সেবায় অংশীদারিত্ব রাখার জন্য।
বর্তমানে আমরা কোম্পানীগঞ্জ উপজেলার সকল গ্রামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে সম্পন্ন করেছি এবং পরবর্তীতেও ইনশাআল্লাহ কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের হাত ধরেই এরকম বিভিন্ন সমাজসেবী কার্যক্রমে পরিচালিত হবে।
তিনি আরো বলেন ধন্যবাদ জানাচ্ছি বাস্তবায়ন কমিটির সকল সদস্য বৃন্দকে।যারা শত ব্যস্ততার পরও আমাদের দুইদিন ব্যাপী কম্বল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খেয়ে,না- খেয়ে সময় দিয়েছেন। আমি আশাবাদী আগামীতেও আপনারা সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে আরো দৃঢ়তার সাথে কাজ করে যাবেন।