সিরাজ উল্লাহ (কোম্পানীগঞ্জ, নোয়াখালী) প্রতিনিধিঃ- নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ,উপজেলা জামে মসজিদ সহ কোম্পানীগঞ্জের উপজেলায় বিভিন্ন মসজিদে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় শুক্রবার বাদ জুমা। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যেগে এবং প্রেসক্লাব সভাপতি একেএম আনোয়ার তোহা ও সাধারণ সম্পাদক জাফর উল্লাহ পলাশ এর আন্তরিকতায় এই আয়োজন করা হয়।মসজিদে মসজিদে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির সকল গুনা ক্ষমা করে আল্লাহ পাক তাকে যেন জান্নাত বাসী করে এবং তার শোকসন্তপ্ত পরিবার শোককে শক্তিতে রুপান্তরিত করতে পারে তার জন্য দোয়া করা হয়।দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকরাও বিভিন্ন মসজিদে দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুজাক্কির জন্য দোয়া করেন।উল্ল্যেখ্য গত শুক্রবার আওয়ামী লীগের সংঘর্ষে সাংবাদিক মুজাক্কির পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলি খেয়ে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন।