।
সিরাজ উল্লাহ(কোম্পানীগঞ্জ নোয়াখালী)প্রতিনিধিঃ-নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ দোকানদারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
রোববার বেলা ১১টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন তিনি।
তার আগে সকাল ৯টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার নামক স্থান পরিদর্শন করেন এবং অগ্নি দগ্ধ মার্কেটও পরিদর্শন করেন মেয়র আবদুল কাদের মির্জা।
রোববার ঘটনাস্থলে গিয়ে ৬টা দোকান পুড়ে ছাঁই কৃত দোকান মালিকদের প্রত্যেককে প্রধান মন্ত্রী ত্রান তহবিল থেকে ৫০ হাজার টাকা করে মোট ৬ দোকানীকে ৩ লাখ টাকা দান অনুদান প্রদান করেন।
উল্লেখ্য,শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার সওদাগর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকানের গোডাউন, প্লাস্টিক পণ্যের দোকান, ফার্মেসি, ফাস্ট ফুড ও কম্পিউটার দোকানসহ ৬টি দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রচুর পরিমানে ক্ষয় ক্ষতি হয় বলে প্রত্যাক্কদর্শীরা জানান।