মো.আব্দুল্লাহ আল যোবায়ের,
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খারিজ্জমা গ্রামে অর্ধ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খারিজ্জমা খাজা গরীবে নেওয়াজ যুব সংঘ ফাউন্ডেশন নামের সংগঠনটি।
মঙ্গলবার(২২শে ডিসেম্বর) বিকেলে সংগঠনের সভাপতি উজ্জল মিয়া এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল কায়েছ স্বপ্নীলের সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজ সেবক মো: অরুণ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক ও প্রগতিশীল কলামিস্ট কে এস এম আরিফুল ইসলাম, নিরাপদ চিকিৎসা চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন স্বপন, সংস্থার উপদেষ্ঠা মুহিবুর রহমান, শুক্কুর মিয়া, আফরোজ মিয়া, আবু তাহের মিয়া, জলিল মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জয় ঘোষ, আল-আমিন, সাজু আহমেদ, তারেক আহমেদ, জুনেল আহমেদ সহ উক্ত সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়ীত্বশীলরা উপস্থিত ছিলেন।