সিরাজ উল্লাহ(কোম্পানীগঞ্জ, নোয়াখালী)প্রতিনিধিঃ-
নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বটতলায় মঙ্গলবার সকাল ১১টায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট বাজারের নীরিহ ব্যবসায়ীর ওপর হামলা,লুটপাট, মুজিব শতবর্ষ উদযাপনের মঞ্চ ভাংচুর ও আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আবদুল কাদের মির্জা বলেন,এ সকল হামলার ঘটনার মূল নায়ক খিজির হায়াত, মিজানুর রহমান বাদল,মাহবুব রশীদ মঞ্জু ও ফখরুল ইসলাম রাহাত।উল্লেখ্য যে গত কাল সমবার বিকেল ৫ টায় রুপালী চত্বরে আওয়ামী লীগের ২ গ্রুপের(মির্জা ও বাদল) মধ্যে হাতাহাতি হলে এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান লাঞ্ছিত হলে বসুরহাট বাজারে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় তাৎক্ষণিক দোকান পাট,গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়।সন্ধ্যার পর বাদল গ্রুপ বাজারে প্রতিবাদ সভা ও মিছিল করে এবং উত্তেজিত কর্মীরা ভাংচুর করে পরিস্থিতি আরো ঘোলাটে হলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক হয়।তার আগে মুজিব শতবর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মন্ঞ ও মেয়রের ব্যক্তিগত অফিস ভাংচুর করে বলে জানা যায়।পতিবাদে মেয়র আবদুল কাদের মির্জা সংবাদ সম্মেলন করে তার তিব্র পতিবাদ জানান।