গফরগাঁও প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন বটতলা বাজার এলাকা থেকে রবিবার রাত আটটার দিকে দুজন আন্তঃজেলা চোরকে একটি সিএনজি ও ছাগল সহ গ্রেপ্তার করে পাগলা থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ কার্শর এলাকার লাঠিবাড়ি গ্রামের হাসেন আলীর ছেলে পাপ্পু ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে হান্নান।
থানা সূত্রে জানা যায়, পাগলা থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে রাতে ডাকবাংলো বটতলা এলাকায় অভিযান চালিয়ে পাপ্পু ও হান্নান চোরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি চুরি হওয়া সিএনজি ও একটি ছাগল উদ্ধার করা হয়।
পাগলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃরাশেদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত চোরদের নামে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় সাতটি চুরির মামলা রয়েছে।দুজন চোরকে মামলা দিয়ে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে