আশরাফ আলী ফারুকী
ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার বিকালে পৌরশহরের ৯ নং ওয়ার্ডের শিলাসী গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসার তালা কেটে চুরির ঘটনায় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার ক্ষতি।
স্থানীয় সূত্রে জানা যায়, মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নূরে আলম মিল্টন সোমবার সকালে বাসায় তালা দিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে গ্রামের বাড়িতে যায়। এই সুযোগে কোন এক সময় সংঘবদ্ধ চুর চক্র বাসার তালা কেটে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার মালা-মাল নিয়ে যায়।বিকেলে বাড়ি থেকে ফিরে এসে দেখে ঘরের তালা কাটা ও ঘরের আসবাবপত্র এলোমেলো।
অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নূরে আলম মিল্টন বলেন,গফরগাঁও থানা পুলিশে অভিযোগ দিয়েছি।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।