ময়মনসিংহের গফরগাঁওয়ে সাজাপ্রাপ্ত আসামী সানী (২৪) কে বারইল গ্রাম থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল রোববার সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। সে উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, মারামারি মামলায় সানীর ১ বছরের সাজা হয়। এরপর থেকে সে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। তাঁকে গ্রেফতারে থানা পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান চালায়। পরে উপজেলার বারইল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গোপন সংবাদে ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সানীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।