এস.এম নুরনবী,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় কারাদন্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
জানা যায়,
০৫ বছর ০৩ মাস সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোস্তাফিজুর রহমান সোহাগ।
সি আর-৫১১/১০ যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় ০৫ বছর ০৩ মাসের সশ্রম কারা দন্ড প্রাপ্ত আসামী তিনি। তার পিতাঃ রত্তন ফকির গ্রামঃ সুহরী ব্রিজ বাজার, থানাঃ গলাচিপা, জেলাঃ পটুয়াখালী কে অদ্য ১০/০৪/২০২১ খ্রিঃ রাত আনুমানিক ২০:০০ ঘটিকার সময় নিজ বাড়ী হতে এসআই মাহবুব মল্লিক এর নেতৃত্বে গ্রেফতার করা হয়।