মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা, পটুয়াখালী
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের ছোনখোলা গ্রামে রাতের আধারে জোরপূর্বক জমি দখলের ঘটনা ঘটে। এ ঘটনায় মালয়শিয়া প্রবাসী জমির মালিক মোঃজাকির হোসেন প্যাদার স্ত্রী মোসাঃউম্মে হানি(৪০)বাদী হয়ে ০৬ জনকে আসামি করে গলাচিপা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন১।মোঃফজলু প্যাদা(৫০),২।মোঃনজির প্যাদা(৪৮),৩।মোঃকবির প্যাদা(৩৫)সর্ব পিতাঃআঃকাদের প্যাদা,৪।মোঃআউয়াল প্যাদা(২২),৫।মোঃফোরদৌস প্যাদা(২৭) সর্ব পিতাঃমোঃনজির প্যাদা,সর্ব সাং ০৯ নং ওয়ার্ড, ছোনখোলা,বকুলবাড়িয়া,৬।মোঃ হোসেন সাং আখইবাড়িয়া,পটুয়াখালী। এ বিষয় মামলার বাদী মোসাঃ উম্মে হানি গণমাধ্যম কে বলেন,আমার স্বামী দেশের বাহিরে থাকে,তাই সুযোগে আমাদের জমি বিবাদিরা ভোগ দখল করার পায়তারা করছেন। আমরা ও বিবাদিরা একই বাড়িতে বসবাস করি।যে সম্পত্তি নিয়ে ঝামেলা উক্ত সম্পত্তি আমরা ২০ বছর ধরে ভোগ দখল করিয়া আসিতেছি,যা আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি। আমাদের সম্পত্তি যারা জোরপূর্বক দখলের পায়তারা করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।