গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পটুয়াখালীর গলাচিপায় জাকির প্যাদা (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত জাকির দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের মজিদ প্যাদার ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা এক যাত্রী ছিটকে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই জাকির নামে ঐ শ্রমিক নিহত হয়। আহত অবস্থায় আব্দুর রব বয়াতি নামে একজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান, একটি মোটরসাইকেল গলাচিপা থেকে পটুয়াখালী যাচ্ছিল। এ সময় অপর একটি মোটরসাইকেল হারিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মহাসড়কে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থালেই মারা যান। লাশ ময়নাতদন্তের অপেক্ষায় আছে তার পরিবার আসলেই সিদ্ধান্ত হবে।
Agrajatra 24 The most investigative weekly newspaper of Bangladesh