এস.এম নুরনবী,পটুয়াখালী থেকেঃ
প্রচণ্ড শীত জেঁকে বসছে দেশের সর্বত্র। দক্ষিনবঙ্গের সর্ব দক্ষিন জেলা পটুয়াখালী। এখানেও কনকন হিমে জবুথবু হয়ে পড়ছে অসহায় গরীব দুঃখী মানুষ। পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাছুর হাট এলাকায় সেবার মহান ব্রতে এরকম শীতার্তদের পাশে দাঁড়িয়েছে “যুব জাগরণ সামাজিক উন্নয়ন সংস্থা”।
জনস্বাস্থ্য বিবেচনায় শতভাগ স্বাস্থ্যবিধি বজায় রেখে গলাচিপা থানার বাছুরহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অদ্য ১০ঃ০০ ঘটিকায় এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহস্রাধিক গরীব দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তথা কম্বল বিতরণ করেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোহামমদ মইনুল হাসান পিপিএম মহোদয়। এ সময় গলাচিপা সার্কেল এএসপি জনাব ফারুক হোসেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ জনাব মনির হোসেন, যুব জাগরন সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি, উপদেষ্টা, সদস্য বৃন্দসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে এরকম সামাজিক উন্নয়ন ও সেবামূলক সংগঠনের প্রশংসা সহ সমাজের সকল সামর্থ্যবান/বিত্তশালী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে এরকম শীতার্তদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।