ঢাকাবৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কাশেমপুরে মোশারফ হোসেনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ একাধিক মামলা!

ষ্টাফ রিপোর্টারঃ
মার্চ ১১, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার আশুলিয়া থানা, গাজীপুরের কাশিমপুর থানা ও মুন্সিগঞ্জের টংগিবাড়ী থানার মামলাসহ একধিক মামলার আসামী মোঃ মোশারফ হোসেন ওরফে মুসা মোল্লার বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ। এতো অভিযোগ থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুসা মোল্লাকে গ্রেফতার করছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ।

মামলা সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন মুসা মাদক সেবনকারী ও ব্যবসায়ী এবং দুষ্টু প্রকৃতির ব্যক্তি, তার বিরুদ্ধে আশুলিয়া, কাশিমপুর ও টংগিবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে, এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও সংশ্লিষ্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি বলে ভুক্তভোগীদের অভিযোগ। এলাকাবাসী জানায়, মোশারফ হোসেন সবসময় একাধিক নারী ও বিভিন্ন অপরাধীদের সিন্ডিকেট দলের সঙ্গে দল বেধে চলা ফেরা করে, কখনো সাংবাদিক, কখনো ভুয়া ডিবি, কখনো র‌্যাব সেজে বিভিন্ন স্থানে গিয়ে প্রতারণা করে মুসা।

এ বিষয়ে মোঃ মোশারফ হোসেন ওরফে মুসা মোল্লা (৩২) এর স্ত্রী মোছাঃ তামান্না আক্তার বলেন, তার স্বামী মুসা মোল্লা একজন দুষ্টু প্রকৃতির লোক, মাদক সেবনকারী ও ব্যবসায়ী এবং নারীলোভী, তিনিও এই মুসার বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক অভিযোগ করেছেন, এবং মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী থানায় মামলা করেছেন, মামলা নং ০২/ তাং ০২/০৩/২০২১ইং ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ১১। তিনি বলেন, মুসা মাদক সেবন করে বিভিন্ন সময় মোটা অংকের যৌতুক দাবি করে, এর আগে তাকে গাড়ী কিনে দেওয়াসহ বিভিন্ন চাহিদা পুরুন করা হয়, তারপরও বারবার যৌতুক চেয়ে তার বাবার বাসায় পাঠিয়ে দিয়েছে, দাবিকৃত টাকা না দিলেই এলোপাথারী ভাবে আঘাত করিয়া ও কিল, ঘুসি, লাথি মারিয়া তামান্নার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করেছে বলে তিনি গণমাধ্যমকে জানান। এ বিষয়ে মুসা মোল্লার শশুর আজিজুল শেখ বলেন, আমার মেয়ে জামাই আগে খুবই ভালো ছিলো, ভদ্রতার সাথে আমাদের সাথে চলাফেরা করতো, কিন্তু এখন সে মাদকের সাথে জড়িত হয়ে বিভিন্ন খারাপ নারীর সাথে মেলামেশা করাসহ বিভিন্ন চক্রের সঙ্গে জড়িয়ে পড়ায় আমার মেয়ের উপর নির্যাতন শুরু করেছে।

অনেক টাকা পয়সা খরচ করে মেয়েকে বিয়ে দিয়েছি, তবুও সংসার করে শান্তি পেলো না আমার মেয়ে। এখন আমার পরিবারের অশান্তির কারণ হয়েছে আমার জামাই মোশারফ হোসেন মুসা। সে এখন বিভিন্ন সময় রাস্তায় আমার মেয়েকে পেলে এসিড নিক্ষেপ করবে, হত্যার হুমকিসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে, আমি এর সঠিক বিচার চাই। এ ব্যাপারে কাশিমপুরের বাগবাড়ি এলাকার মৃত আঃ কাদের মোল্লার ছেলে মোশারফ হোসেন মুসা মোল্লার বিষয়ে জানতে তার মা মোছাঃ মনোয়ারা বেগম এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন ব্যক্তির নাম ও মাধ্যমের কথা বলে এড়িয়ে যান।

অনেকেই বলেন, বাগবাড়ী এলাকার অনেকেই বিষয়টি নিয়ে বিচার ব্যবস্থা করলেও মুসা ভালো হয়নি, সে বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত। এ বিষয়ে জানতে মুসা মোল্লার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বারে পাওয়া যায়নি। এ বিষয় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব গণমাধ্যমকে বলেন, এই আসামী মোশারফ হোসেন ওরফে মুসা মোল্লাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।