গাজীপুর থেকে-
আজ ১২-০১-২০২১ তারিখে গাজীপুর জেলার পূবাইল মেট্রো থানাধীন মাজুখান ও হারবাইদ এলাকায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত (Mobile Court) পরিচালিত হয়। এ সময় (১)মাজুখান
বাজারের পশ্চিম পার্শ্বে একটিভ স্কুল রোডে অবস্থিত মডার্ণ আলফা নামক নকল Glucose (গ্লুকোজ), গ্লিসারিন ও গোলাপজল উৎপাদনের কারখানা সীলগালা করে দেয়া হয় এবং (২) হারবাইদ এলাকায় অবস্থিত এলিট কনজুমার প্রোডাক্টস্ নামক আরেক নকল প্রতিষ্ঠানের মালিক-কে ৮০,০০০/- টাকা জরিমাণা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন জনাব রুবাইয়া ইয়াসমিন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর ও বিশেষভাবে সহযোগিতা প্রদান করেন জনাব মুহাম্মদ আবদুছ ছালাম, জেলা বাজার কর্মকর্তা, গাজীপুর। উক্ত অভিযানে আইন-শৃংখলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন স্বশস্ত্র আনসার-ব্যাটেলিয়ানের সদস্যবৃন্দ।