রেজানুর ইসলাম
গাজীপুর থেকে
ইং ১৮/০১/২০২১ খ্রিঃ রাত্র সকাল ০৬.৩০ ঘটিকার সময় গাছা থানাধীন চান্দরা সাকিনস্থ চুনের খোলা রেজাউল এর চায়ের দোকানে সামনে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ জনাব মোঃ ইসমাইল হোসেন এর নির্দেশ ক্রমে অত্র গাছা থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার ডিউটিতে নিয়োজিত থাকা এসআই (নিঃ)/সজীব দেবনাথ ও এএসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ০১। মোঃ সজল (২২), পিতা- মোঃ আলমগীর হোসেন, সাং- চান্দরা (চুনের খোলা), থানা- গাছা, গাজীপুর মহানগর ০২। মোঃ বিজয় বাবু (২১), পিতা- মৃত নুরে আলম , সাং- দালাল বাজার, থানা ও জেলা- লক্ষীপুর এ/পি- চান্দরা (চুনের খোলা), (মনির এর বাড়ীর ভাড়াটিয়া) থানা- গাছা,গাজীপুর মহানগর এদেরকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। তাহাদের বিরুদ্ধে গাছা থানার মামলা নং- ২৩, তারিখ- ১৮/০১/২০২১, ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্র আইন ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী কোথা হতে মাদক আনয়ন করতো এবং কোথায় কোথায় বিক্রয় করতো সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে।