জেলা প্রশাসক,গাজীপুর এর নির্দেশক্রমে আজ (২৩/১২/২০২০ তারিখ) গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা (গাজীপুর চৌরাস্তা) এলাকায় চাউলের বাজারে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন জেলা প্রশাসনের দক্ষ, অভিজ্ঞ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুবাইয়া ইয়াসমিন।
পরিচালিত আদালতে তিনি কৃষি বিপণন লাইসেন্স ও মূল্য তালিকা না থাকার কারণে কৃষি বিপণন আইন-এ ৮জন ব্যবসায়ীকে ৮৩,০০০/- (তিরাশি হাজার) টাকা জরিমাণা করেন। এ ছাড়াও তিনি ব্যবসায়ীদেরকে পণ্য ক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ ও পণ্য বিক্রয়ে ভাউচার প্রদান করতে নির্দেশ প্রদান করেন।
মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন জনাব মুহাম্মদ আবদুছ ছালাম, জেলা বাজার কর্মকর্তা, গাজীপুর এবং আইন শৃংখলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন আনসার ব্যাটেলিয়ানের সদস্যবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।