গাজীপুর থেকে-
আজ ২৭/০১/২০২১ তারিখ জোড় পুকুর থেকে শিববাড়ি পর্যন্ত এলাকায় ড্রাগ এক্টস, ১৯৪০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ
১. জোড়পুকুর মোড়ে ‘জরুরী ঔষধালয়’ নামক ফার্মেসি দোকানে ড্রাগ লাইসেন্স না থাকা, প্রচুর নকল ওষুধ, নকল স্যানিটাইজার, নকল কনট্রাসেপ্টিভ, নকল স্যানিটারি ন্যাপকিন, আনরেজিস্টার্ড ওষুধ ইত্যাদি পাওয়া যাওয়ায় দোকানের মালিক জনাব আনিসুর রহমানকে ২০,০০০/- জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২. জোড়পুকুর মোড় সংলগ্ন ‘লিমা হোমিও হল’ এ ড্রাগ লাইসেন্স না থাকায় ১০,০০০/- জরিমানা করা হয়েছে।
৩. শিববাড়ি রেলগেট সংলগ্ন ‘জয় মেডিকেল হল’ এ ড্রাগ লাইসেন্স না থাকা, সরকার কর্তৃক নিষিদ্ধ ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির অপরাধে ২০,০০০/- জরিমানা আদায় করা হয়েছে।
মোট জরিমানাঃ ৫০,০০০/-
কারাদণ্ডঃ ১ জন
মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেছেন জেলা প্রশাসন, গাজীপুর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।