আজ ২৮/০১/২০২১ তারিখ জয়দেবপুর রেলগেট সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত ব্যবস্থা নেয়া হয়েছেঃ
১. মুক্তমঞ্চ চত্ত্বরটি অবৈধ দখল মুক্ত করে ‘কৃষকের বাজার’ স্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছে।
২. রেলগেট সংলগ্ন ‘তামান্না কসমেটিকস’ ও ‘মেসার্স আলাউদ্দিন স্টোর’ এ আমদানিকারক এর সীলবিহীন অসংখ্য বিদেশি পণ্য, অর্থাৎ নকল/চোরাই পণ্য পাওয়া যাওয়ায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে এই দুই প্রতিষ্ঠানের প্রত্যেককে ৭০০০/- করে মোট ১৪,০০০/- জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন। অভিযান পরিচালনায় সদর (মেট্রো) থানা, জিএমপি এর সদস্যগণ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যগণ সহায়তা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।