গতকাল অপরাহ্নে গাজীপুর জেলার ডুয়েট (DUET) ও শিমুলতলী এলাকায় জেলা প্রশাসন, গাজীপুর-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুবাইয়া ইয়াসমিন-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং বিভিন্ন অপরাধে একটি রেস্টুরেন্ট ও দুটি কনফেকশনারী দোকানে ১৯,৫০০/-টাকা জরিমাণা করা হয়। এ সময় জনাব মুহাম্মদ আবদুছ ছালাম, জেলা মার্কেটিং অফিসার, গাজীপুর সহযোগিতা প্রদান করেন এবং উক্ত মোবাইল কোর্টে আইন-শৃংখলা ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন ব্যাটালিয়ানের সদস্যবৃন্দ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ
১.অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে বরিশাল হোটেল নামক রেস্টুরেন্টে ৯০০০/- জরিমানা
২. নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে রিমি কনফেকশনারিকে ৮০০০/- জরিমানা
৩. পণ্যের মূল্য তালিকা না থাকায় রাজীব স্টোর কে ২৫০০/- জরিমানা করা হয়েছে।
এছাড়া শীমুলতলী রোডে মি. সুইটস নামক কনফেকশনারি শপ এ গিয়ে পরীক্ষিত সকল পণ্য সঠিক ও মানসম্মত , পরিচ্ছন্ন পরিবেশ, সকল লাইসেন্স আপডেটেড পাওয়া গিয়েছে বিধায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়েছে।