সাতক্ষীরা প্রতিনিধি:
‘মানবতার কল্যাণে আমরা আছি সবখানে” এই স্লোগান কে প্রতিপাদ্য রেখে স্বেচ্ছাসেবী সংগঠন গাবুরা রক্তদান সংস্থা আজ ২৩শে ডিসেম্বর রোজ বুধবার ,দ্বীপ ইউনিয়ন গাবুরার ৭টি হিফয্ মাদ্রাসার ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।সমগ্র অনুষ্ঠানে সভাপতি করেন -গাবুরা রক্তদান সংস্থার সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সান্নু ।অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মোঃ মাসুম বিল্লাহ
সভাপতি, সাউদান চ্যারিটি ফাউন্ডেশন, মোঃ বারিক কয়াল-বিশিষ্ট সমাজ সেবক, মাওলানা জালাল উদ্দিন, খতিব, মালী বাড়ি জামে মসজিদ, জি,এম,আয়ুব আনসারী-বিশিষ্ট সমাজ সেবক।উপস্থিত ছিলেন -গাবুরা রক্তদান সংস্থার সহ-সভাপতি বৃন্দ, মাছুম বিল্লাহ,হাফেজ ওয়ায়েজকুরুনী,ওসমান গনি পরশ,মাহমুদুল আলম বাদশা, যুগ্ন-সাধারন সম্পাদক বৃন্দ হাফেজ বায়জিদ,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, -গাজী আবু হোসেন,দপ্তর সম্পাদক,প্রচার সম্পাদক মো-আশিকুর রহমান প্রমুখ,এছাড়াও ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভাপতি/সেক্রেটারি, গাবুরা ইউনিয়নের সুধীজন বৃন্দ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন-মাহমুদুল হাসান বাদশা,সহ-সভাপতি, গাবুরা রক্তদান সংস্থা।