জয়নাল আহমেদ,
স্টাফ রিপোর্টারঃ-
গোলাপগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে ১০ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের সাথে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
অনুপমা দাস বলেন, হেতিমগঞ্জ বাজারে একটি চায়ের দোকানে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিল মাদকসেবীরা। এসময় তাদের সবাইকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মোট ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।