ঢাকারবিবার , ৭ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

Agrajatra 24
মার্চ ৭, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

আসমাউল হুসনা,চকরিয়াঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ- ২০২১ উদযাপন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের মধ্যদিয়ে নানা কর্মসূচী পালিত হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে এদিন ভোরে পতাকা উত্তোলন, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। কর্মসুচির শুরুতে চকরিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এমপি জাফর আলম। এ সময় সাথে ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, চকরিয়া পৌরমেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেনসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম বলেন, ‘৭ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। মুলত এই দিন থেকেই দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা ছড়িয়ে পড়ে বাঙালির ঘরে ঘরে। সেই ঐতিহাসিক ভাষণের মাধ্যমে ঘুমন্ত বাঙালির মনে সাহস সঞ্চয় করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমপি জাফর আলম আরও বলেন, বিশ্বের ইতিহাসে অনেক কালজয়ী ভাষণ শুনেছি। কিন্তু বঙ্গবন্ধুর এই ভাষণ ছিল সর্বকালের সেরা। যার কারণে বাঙালি জাতি স্বাধীনতার চেতনায় সেইদিন থেকে মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।