আসমাউল হুসনা,স্টাফ রিপোর্টার, চকরিয়াঃ
কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম মাইজঘোনায় আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের পূর্ব পাশে অবস্থিত মাস্টার আহমদ হাসান স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।মরহুম মাস্টার আহমদ হাসানের ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তাবিত আহমদ হাসান মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে জনসাধারণের মাঝে বিনামূল্যে সেবা প্রদান করেন।গত ১০/০১/২০২১ ইং রবিবার থেকে আজ ১১/০১/২০২১ইং সোমবার সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত রোগীদের সেবা দেয়া হয়।
এই চিকিৎসা সেবায় উপদেষ্টা ছিলেন মোঃ আহসান উদ্দিন মুরাদ,সিনিয়র সহকারী সচিব(বর্তমানে পিএইচডি অধ্যয়নরত,অস্ট্রেলিয়া), জনপ্রশাসন মন্ত্রনালয়,বাংলাদেশ সচিবালয় ঢাকা।বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ছিলেন ডা.মোঃমহিউদ্দিন মাজেদ চৌধুরী,এম.বি.বি.এস,জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ওপুনর্বাসন প্রতিষ্ঠান, ডা.এস.এম.মাহফুজুর রহমান,এম.বি.বি.এস,পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ডা.মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ,এম.বি.বি.এস,চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডা.মোহাম্মদ রাকিবুল ইসলাম, এম.বি.বি.এস, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম, ডা.মোঃনজরুল ইসলাম,এম.বি.বি.এস,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,ডা.জেমস ইটেন,এম.বি.বি.এস,আজিজ নগর জেনারেল হাসপাতাল।
টিকেটের জন্য রোগীদের কাছ থেকে মাত্র ২০ টাকা নেওয়া হয়,তবে চিকিৎসা সেবা ছিল বিনামূল্যে।স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে সকলপ্রকার রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়।রোগীদের মাক্স পরিধান বাধ্যতামূলক ছিল বিধায় সকল রোগী মাক্স পরিধান করে চিকিৎসা সেবায় অংশ নেন।