শরিফুল ইসলাম সৌরভ
ক্রাইম রিপোর্টার ঃ
চরফ্যাশন প্রতিনিধি।। ৫ম ধাপে অনুস্ঠিতব্য পৌর নির্বাচনে চরফ্যাশন পৌরসভায় আওয়ামীলীগের মনোনীত মেয়র মোঃ মোরশেদ (নৌকা)১৪হাজার ৯শ১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাবে নির্বাচিত হয়েছেন৷
তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মীর মোঃ শরীফ হোসেন (নারিকেল গাছ) ৭শ৮১ভোট৷ বিএনপি মনোনীত মোহাম্মদ কবির হোসেন (ধানেরশীষ) ৭শ৪৭ভোট পেয়েছেন।
কাউন্সিলর পদে
১ নং ওয়ার্ডে স্বপন চৌধুরী (পান্জাবী)- ১হাজার২শ ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল খায়ের নাজু পন্ডিত (উট পাখি) ৯শ৬৭ভোট পেয়়েছেন৷
২ নং ওয়ার্ডে মোঃ মফিজ (পানির বোতল) ৭শ২৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ প্রতিদ্বন্দ্বী প্রার্থী
নজরুল ইসলাম কিষান(পাঞ্জাবি) ৪শ৬৭ভোট,
রফিকুল ইসলাম (উটপাখি) ২শ৬৫ ভোট পেয়েছেন৷
৩নং ওয়ার্ডে আবদুল মতিন মোল্লা(পাঞ্জাবী) ৫শ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ প্রতিদ্বন্দ্বী প্রার্থী
মঞ্জু বাতান (উটপাখি) ৩শ৪৬ ভোট,
নয়ন (ব্রীজ) ১০ , রেজাউল হাসান ও (টেবিল ফ্যান)১২ ভোট পেয়েছেন৷
৪ নং ওয়ার্ডে আকতারুল আলম সামু (পাঞ্জাবী)-১হাজার২শ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাপস চন্দ্র দাস (পানির বোতল) ৪শ৬৩ ভোট , মঞ্জুরুল আলম হারুন (ডালিম) ২শ৯১ ভোট, মেহেদি হাসান কালু (উটপাখি) ১শ ৯ভোট পেয়েছেন৷
৫ নং ওয়ার্ডে
মোঃ গিয়াস উদ্দিন (ডালিম) ১হাজার ১শ২৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ প্রতিদ্বন্দ্বী প্রার্থী
আকবর হাওলাদার (পানির বোতল)৮শ৩৪ ভোট পেয়েছেন৷
৮নংওয়ার্ডে ছিদ্দিকুর রহমান মোক্তাদি (ডালিম) ৪শ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ প্রতিদ্বন্দ্বী প্রার্থী
মোশারফ হোসেন মুন্না (পানির বোতল)৪শ৬৭ ভোট,
মোঃ মোস্তফা শাহজি (ব্লাক বোর্ড) ৪শ ২২ ভোট পেেয়েছেন ৷
৯ নং ওয়ার্ডে মিজানুর রহমান মন্জু ১হাজার ৫শ২০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ করিম মুন্সী (ব্রিজ)১০ ভোট পেয়েছেন৷