চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
মোং সুমন পাটোয়ারী
প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর সাহায্যে রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় পৌরসভার ১৭টি কেন্দ্রে কঠোর নিরপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহন শুরু হয়।
নির্বাচনকে গিড়ে কেন্দ্র ও ভোটারদের নিরপত্তার জন্য আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি। আর নতুন এই পদ্ধতিতে ভোট দেয়ার জন্য ভোটারদের মাঝে উৎসাহ ও কৌতুহল বিরাজ করছে।
চরফ্যাসন নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৭ হাজার ৬৮৩ জন্য ভোটার অধ্যুষিত চরফ্যাসন পৌরসভায় ১৭টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। এখানে মেয়র পদে ৩ জন, সাধারন কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।