ঢাকাবৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ।

Agrajatra 24
মার্চ ১১, ২০২১ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

হাছিনুর আকরামঃ
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ১০ নং লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মো: সেলিম খান কে শপথ পড়ালেন বৃহস্পতিবার বেলা ১১টায়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সেলিম খানসহ ইউপি সদস্য পদে বিজয়ী- ১নং ওয়ার্ডে দুলাল বেপারী, ২নং ওয়ার্ডে মনির শেখ, ৩নং ওয়ার্ডে শফিক রাঢ়ি, ৪নং ওয়ার্ডে হারেস মজুমদার, ৫নং ওয়ার্ডে হারুনুর রশিদ, ৬নং ওয়ার্ডে শাহআলম মাঝি, ৭নং ওয়ার্ডে হাবিবুর রহমান টিটু, ৮নং ওয়ার্ডে মো. ফারুক মাঝি ও ৯নং ওয়ার্ডে জহির হাওলাদার।
সংরক্ষিত ইউপি সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে হোসনে আরা বেগম বিউটি, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে হাসিনা আক্তার এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সীমা আক্তার।

উল্লেখ্য, চেয়ারম্যান সেলিম খান এবং দলের সমর্থিত ৯ জন ইউপি সদস্য ও সংরক্ষিত ৩ জন নারী সদস্যকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় গত শুক্রবার বিকেল ৪টায়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে চেয়ারম্যান পদে একজন এবং সাধারণ ইউপি সদস্য পদে নয়জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। অন্য কোনো প্রার্থী না থাকায় এবং বাছাইতে দাখিলকৃত ১৩জনের মনোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনের বিধিমালা মোতাবেক চেয়ারম্যানসহ ১৩ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।