হাছিনুর আকরামঃ জাতীয় শিশু দিবসে চাঁদপুর সদর হাসপাতালে একটি শিশু রোগীকে বেডহীন অবস্থায় দাঁড় করিয়ে রক্ত প্রদান করতে দেখা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত ভীড়কে দায়ী করলেন এবং এটি কোন সমস্যা নয় বলে জানালেন।
১৭মার্চ বেলা ১১টায় চাঁদপুর সদর হাসপাতালে সরোজমিনে গিয়ে দেখা যায় রোগীর উপচে পড়া ভীড়। শিশু ৩২টি বেড থাকলেও রোগী ভর্তি হয়েছে ৭৬জন। এরমধ্যে একটি শিশু রোগীকে দাঁড় করিয়ে রক্ত প্রদান করতে দেখা যায়।
এব্যাপারে চাঁদপুর সদর হাসপাতালের উপপরিচালক হাবিবুল করিমের সাথে যোগাযোগ তিনি অতিরিক্ত ভীড়কে দায়ী করেন এবং এটা কোন সমস্যা নয় বলে জানান। তিনি বলেন, “যেহেতু পেশেন্ট রক্ত দিচ্ছেন না, রক্ত নিচ্ছেন। তাই দাঁড়িয়ে নিলেও এটা কোন সমস্যা নয়।