হাছিনুর আকরামঃ চাঁদপুরে পৃথক দুইটি অভিযানে ২’হাজার ১’শ কেজি জাটকাসহ একটি পিকআপ এবং একটি মাক্রোবাস জব্দ হয় শুক্রবার সকালে। এসকল অভিযানে তিনজনকে আটক করা হয়। মাছগুলো নিকটস্থ এতিমখানা এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
১৬ এপ্রিল শুক্রবার দুপুরে চাঁদপুর নৌ থানা পুলিশের ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম জানান, চাঁদপুরের পুরান বাজার রনাগোয়াল থেকে হাইস মাইক্রোবাসসহ ৬শ কেজি জাটকা জব্দ করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এ ঘটনায় মাইক্রো চালক মোঃ জাহাঙ্গীর খানকে আটক করা হয়। আটক মাইক্রো চালক মোঃ জাহাঙ্গীর খান চাঁদপুর সদর উপজেলার শিলন্দিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাত দেড়টায় চাঁদপুর নৌ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভারপ্রাপ্ত ইনচার্জ উপ পরিদর্শক মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ছোট বড় ৬ টি ড্রামে ভর্তিকৃত অবস্থায় (ঢাকা মেট্রো – চ-১৩- ৫৪২০) হাইস মাইক্রোর ভেতর থেকে জাটকাগুলো জব্দ করেছে। অতঃপর মাইক্রো চালক চাঁদপুর সদর উপজেলার শিলন্দিয়া গ্রামের মোঃ জাহাঙ্গির খান (৫৪)কে আটক করা হয়।
আটককৃত চালক একজন অবসর প্রাপ্ত পুলিশ সদস্যের সন্তান। আটক চালক জানায়, নতুন রাস্তার মদের কাউন্টারের মালিক (০১৩১৬৭৪০০৮৮) আমাকে ৬ হাজার টাকায় যাত্রাবাড়ি যাওয়ার জন্য ভাড়া করে। আমাকে ককসেটের তৈরি কাটুন নেয়ার জন্য ভাড়া করেন। কিন্তু নতুন রাস্তায় গেলে গাড়িতে ড্রাম তুললে পাস কার্ড না থাকলে গাড়ি যাবে না বলি। এ সময় পুলিশ গিয়ে গাড়ি আটক করে নৌ থানায় নিয়ে আসে।
এস আই জহিরুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুরান বাজার থেকে মাইক্রোবাস যোগে জাটকা পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬ টি ড্রামে ৬’শ কেজির মতো জাটকা রয়েছে। জাটকা গুলো চাঁদপুর থেকে ঢাকা পাচার করে নিয়ে যাচ্ছিল। এসময় মাইক্রো চালককে আটক করেছি। এ বিষয়ে আমরা মৎস্য সংরক্ষন আইনে মামলা দায়ের করেছি। জদ্বকৃত জাটকাগুলো হত দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
অন্যদিকে শুক্রবার (১৬ এপ্রিল) ভোরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারের উত্তর পাশ থেকে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-২১-০০৯৭) থাকা ১০টি ড্রামে ১৫ শ কেজি জাটকাসহ ২ জনকে আটক করে। পরে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় এতিমখানা এবং হতদরিদ্রদের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।
আটককৃতরা হলেন: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাখরপুর গ্রামের রুবেল গাজী (২৮) ও চালক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইদ্রিস মিয়া (২১)। মাছগুলো ঢাকায় নিয়ে যাবে বলে তারা স্বীকার করে।
পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, জাটকাগুলো রাতের আধারে পিকআপ ভ্যানে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৫ শ’কেজি জাটকা মাছসহ দুইজন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।