স্টাফ রিপোর্টার:
দাকোপ উপজেলায় চালনা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তা ও প্রার্থীদের সাথে মতবিনিময় এবং ভূমি হীনদের নির্মানাধীন ঘর সহ শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন ও পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।
২৩ ই ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় দাকোপ উপজেলার আসন্ন চালনা পৌরসভা নির্বাচন ২০২০ উপলক্ষে চালনা বাজার সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস এর সভাপতি ত্বে অনুষ্ঠিত সভায় ভোট গ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী প্রার্থীদের সাথে মতবিনিময় করেন খুলনা জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন পিএএ, সম্মানিত পুলিশ সুপার, খুলনা এস এম শফিউল্লাহ বিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত যুগ্ম-পরিচালক এনএসআই, খুলনা, রির্টানিং অফিসার, সহকারী কমিশনার (ভূমি), দাকোপ জনাব মো: মর্তূজা খান, অফিসার ইনচার্জ, দাকোপ থানা জনাব সেকেন্দার আলী।
মতবিনিময় পরবর্তী দাকোপ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মানাধীন ঘর পরিদর্শন করেন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।