চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবক ছুরিকাঘাতে জখম হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনায় ওই যুবকদের চাচাকে আটক করেছে পুলিশ।শুক্রবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দীনননাথপুর গ্রামের নিমতলাপাড়ায় এই ঘটনা ঘটে।আহতরা হলেন ওই গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন ও আব্দুল করিম। আটক আবুল কালামের বাড়িও একই গ্রামে।স্থানীয় লোকজন জানান, পারিবারিক জমি নিয়ে আবুল কালাম এবং তার ভাই আব্দুল খালেকের ছেলে জসিম ও করিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম ও তার ছেলে শাহ আলম জসিমকে ছুরিকাঘাত করেন।পরে জসিমের ছোট ভাই করিম তাকে (জসিম) বাঁচাতে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহানা আহামেদ জানান, জসিম ও করিমের অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তাদের।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) আবু জাহিদ ফকরুল আলম খান জানান, জসিম ও করিমের অভিযোগের ভিত্তিতে ঘটনার পর বেলা ৩টার দিকে আবুল কালামকে আটক করেছে পুলিশ। তার ছেলে শাহ আলম পলাতক।