চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে পড়ে আব্দুল লতিফ মল্লিক আরিফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে চুয়াডাঙ্গা রেলবাজারের রেল গেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ আরিফ (৫২) চুয়াডাঙ্গা পৌর শহরের রেলপাড়ার মৃত গোলাম নবী মল্লিকের ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার একেএম ইউসুফ পলাশ জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন চুয়াডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করে। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়া আব্দুল লতিফকে ধাক্কা দেয়। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক নরেশ চন্দ্র দাস জানান, ঘটনাস্থল থেকে নিহত আব্দুল লতিফের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত আব্দুল লতিফের শ্যালক টুটুল মোল্লা জানান, নিহত আব্দুল লতিফ বেশকিছুদিন থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্তও ছিলেন তিনি।