চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় বিএনপি’র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর, ব্যানার ও পোস্টারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
রোববার রাতে জীবননগর বাসস্ট্যান্ডের নির্বাচনী অফিসে এই হামলার ঘটনা ঘটে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগ পেলে এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির প্রার্থী শাজাহান কবীর জানান, রোববার রাতে আমরা নির্বাচনী কাজে অফিসে বসে কাজ করছিলাম। এ সময় ৫০/৬০ জনের একদল যুবক লাঠিসোটা নিয়ে অফিসে হামলা করে। আমরা প্রাণভয়ে পালিয়ে গেলে তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর এবং অফিসের ধানের শীষের ব্যানার ও পোস্টারে অগ্নিসংযোগ করে। স্থানীয় লোকজন আগুন নেভালেও অফিসের প্রায় অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এ ব্যাপারে তার প্রতিপক্ষ প্রার্থীকে দায়ী করেন।