অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরন করেছে সদর উপজেলা পরিষদ।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। এ সময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি প্রমুখ।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃগোষ্ঠী ১০ জন মেয়ে শিক্ষার্থীকে বাইসাইকেল, ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ব্যাগ, খাতা, কলম, পেনসিল, জ্যামিতি বক্স বিতরণ করা হয়।
এছাড়া প্রাথমিক পর্যায়ের ২০ জনকে ১ হাজার, মাধ্যমিক পর্যায়ের ১০ জনকে ২ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪ জনকে ২ হাজার ৫০০ টাকা শিক্ষা বৃত্তির টাকা দেয়া হয়।
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা