অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে দেড় বছরের শিশু লাবিবের মৃত্যু হয়েছে। লাবিব জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের হালসানা পাড়ার আকরামুল ইসলামের একমাত্র ছেলে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনাটি ঘটেছে।
লাবিবের পিতা মো. আকরামুল ইসলাম জানান, সকালে লাবিব বাড়ির উঠোনে খেলা খেলছিল। খেলার এক পর্যায়ে লাবিব বাড়ির সদস্যদের অজান্তে সে টিউবওয়েল পাশের ছোট গর্তের ভেতরে পড়ে যায়। বেলা ২ টার দিকে প্রতিবেশীরা গর্তের পানিতে লাবিবের লাশ ভেসে থাকতে দেখে বাড়িতে খবর দেয়।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, টিউবওয়েল পাশের গর্তে পড়ে লাবিবের মৃত্যু হয়েছে। লাবিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সন্তোষপুর গ্রামে টিউবওয়েলের পাশের গর্তের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা