ঢাকামঙ্গলবার , ২৯ ডিসেম্বর ২০২০
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়। 

সাজিদ হাসান সোহাগ-
ডিসেম্বর ২৯, ২০২০ ৭:২০ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা প্রতিনিধি:  চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে তিনি ২২ হাজার ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মজিবুল হক মালিক মোবাইল প্রতীক নিয়ে ৭হাজার ৬৫৭ ভোট পেয়েছেন।

সোমবার রাতে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেমদ ভোটের এ ফল ঘোষণা করেন।

পৌরসভা নির্বাচনে মোট সাতজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন, এর মধ্যে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ৪ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৮০৮। মোট ৩৩ টি ভোটকেন্দ্রে ৬১.৫৩ শতাংশ ভোট প্রদত্ত হয়েছে।

এর আগে সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারই প্রথম ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ভাবে শতভাগ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।