মেহেদী হাসান
স্টাফ রিপোর্টারঃ
ছাতক পৌর এলাকার নোয়ারাই খেলার মাঠে শনিবার নোয়ারাই প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নাজাত এলিভেন বনাম আখিঁ ফাইটার্স। টসে জিতে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় আখিঁ ফাইটার্স। নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৫ রান সংগ্রহ করে নাজাত এলিভেন।জবাবে আখিঁ ফাইটার্স মাত্র ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন রাজু আহমদ ও সাদ্দাম হোসেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ১ টি ২৪” এলইডি টিভি (দাতা সাদমান মাহমুদ সানি) ও রানার্সআপ দলের হাতে ১ টি ১৭” এলইডি টিভি (দাতা আমির হোসেন) তুলে দেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম সহ উপস্থিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য,নোয়ারাই প্রিমিয়ার লীগে ৬ টি দল অংশ গ্রহণ করেছিলো।