মেহেদি স্টাফ রিপোর্টারঃ-
ছাতকে টাইলসের শো-রুম মেসার্স শরিফ এন্টার প্রাইজ উদ্বোধন করেছেন ছাতক-দোয়ারা বাজার সংসদীয় অাসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। মঙ্গলবার বিকেলে শহরের বহুমুখী মডেল হাইস্কুলের বিপরীতে অবস্থিত মেসার্স শরীফ এন্টার প্রাইজ অানুষ্টানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দীন,
মেসার্স শরিফ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী শরীফ হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী ছাতক ট্রাক-পিকঅাপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক অালা উদ্দিন, অাক্তার হোসেন, হাজী এখলাস খাঁন, হাজী স্বপন মিয়া, অানিসুর রহমান চৌধুরী সুমন, সাবেক পৌর কাউন্সিলর মাসুক মিয়া, সমছু মিয়া, কালারুকা ইউপি সদস্য ফজলু মিয়া, যুবলীগ নেতা মিনহাজ তাপস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা ইশতিয়াক রহমান তানভীর, ডিবিএল সিরামিকসের মোহাম্মদ রেদোয়ান, কুংফু সিরামিকসের মোঃ সেলিম খাঁন, মুনালিসা সিরামিকসের মোঃ রেজুয়ান হোসেন, কুটির সিরামিকসের মোঃ জুয়েল, মেসার্স শাড়ী মেলার পরিচালক আনোয়ার হোসেন, সামিউল হক সানি সহ ছাতকের ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।