মেহেদি স্টাফ রিপোর্টারঃ
ছাতকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তোবক অর্পন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, ছাতক থানা সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন পুস্পস্তোবক অর্পন করেন। দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা । উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জের সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, ছাতক সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, জাউয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, উপজেলা গণস্বাস্থ্য অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজব সুন্দর আলী, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা, চান মিয়া চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।