মেহেদি স্টাফ রিপোর্টারঃ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আটকের সংবাদ পেয়ে ছাতকে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়েছে শহরে। শনিবার সন্ধ্যার পর মিছিলে মিছিলে উত্তাল ছিলো ছাতক শহর। মিছিলকারী ও পুলিশের মধ্যে শহরের ট্রাফিক পয়েন্ট ও গণেশপুর খেয়াঘাট এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৫ পুলিশ, হেফাজতকর্মী ও পথচারী সহ অন্তত ২০ জন লোক আহত হয়েছে। আহত পুলিশ সদস্য রাকিব উদ্দিন, সাইদুল ইসলাম, দিলশাদ মিয়া, রবিউল আলম, সুবল দাসকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ৪০রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনার সময় শহরের কয়েকটি দোকানপাটেও ভাংচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ছাতক থানার ওসি নাজিম উদ্দীন জানান, মিছিলকারীরা থানায়ও হামলা করেছে। থানার জরুরী সেবা বক্সে ইট-পাটকেল ছুড়েছে মিছিলকারীরা। এদিকে নোয়ারাই বাজার, গনেশপুর মাদরাসা বাজার, জাউয়া বাজার ও হাসনাবাদ এলাকায় মাও. মামুনুল হকের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে।