মোহাম্মদ নূরণবী
স্টাফ করেসপন্ডেন্ট
আজ ১৭-১২-২০২১ইং রোজ শুক্রবার, সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ নেই শিক্ষার্থীদের মানববন্ধন ও আন্দোলন। এমন নজির দেখা গিয়েছে সিলেট শহরে। হুট করেই শহরের মুল ফটকে ব্যানার পোস্টার নিয়ে জড়ো হয় কিছু সংখ্যক শিক্ষার্থী, কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে শতকের ঘর পার হয়।
শিক্ষার্থীরা ২ টি দাবি নিয়ে মানববন্ধন এবং মিছিল করেন। ৩০% সিলেবাসের উপর পরীক্ষা না হয় ৩ টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়ার দাবি করেন তারা, যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি -২০২২ইং সালে পরীক্ষার জন্য পাঠ্য বইয়ের ৮০% এর উপর সিলেবাস প্রনয়ণ করা হয়েছে।
কিন্তু ৮০% সন্তুষ্ট নন শিক্ষার্থীরা, তারা বলে এসএসসি -২০২১ যদি ৩টি বিষয়ের উপর পরীক্ষা দিতে পারে তাহলে আমরা কেনো পারবো না? যদি আমারের ৩ টি বিষয়ের উপর পরীক্ষা না নিতে পারে তাহলে ৩০% সিলেবাসের উপর পরীক্ষা নিতে হবে অন্যথায় আমরা মানববন্ধন আরো দীর্ঘায়িত করবো, প্রয়োজনে আন্দোলনও করবো।
ইতিপূর্বে শিক্ষা মন্ত্রনালয় থেকে এসএসসি- ২০২২ এবং এইচএসসি ২০২২ সালের পরীক্ষার সম্ভাব্য তারিখও ঘোষণা করেছেন, কাজেই এমতাবস্থায় সিলেবাস কমানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।