কক্সবাজার প্রতিনিধি –
সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি সংগঠন আরসার নতুন মুদ্রা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এমন খবর প্রকাশ হওয়ায় বেশ তোলপাড় শুরু হয়। তবে পুলিশ জানিয়েছে এ খবরের কোন সত্যতা পাওয়া যায়নি। এ ব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন এর পক্ষ থেকে অগ্রযাত্রা’র বার্তাকক্ষে পাঠানো একটি মেসেজের মাধ্যমে জানানো হয়-
আসসালামু আলাইকুম
অদ্য ২২/১২/২০২১খ্রিঃ তারিখ নিরীক্ষনে দেখা যায় যে, বাংলাদেশ প্রতিদিন ও উখিয়া নিউজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এ প্রচারকৃত জঙ্গি সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) কক্সবাজার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে তাদের নিজস্ব মুদ্রা ছেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ মুদ্রার পক্ষে প্রচারনা শুরু করেছে l
উক্ত সংবাদের বিষয়ে অনুসন্ধানে জানা যায় মায়ানমারের একটি ১০,০০০/- টাকার নোট কম্পিউটারের মাধ্যমে এডিট করে আলইয়াকিন (ARSA) গ্রুপের প্রধান লিডার আবু আম্মর জুনুনী আতাউল্লাহ`র ছবি সংবলিত করে ছবির উপরে ARSA এবং ছবির নীচে Al-Yakin লিখে উক্ত এডিটিংকৃত নোটটি করে রোহিঙ্গাদের বিভিন্ন গ্রুপে ছেড়ে দেওয়া হয়। এবং উক্ত এডিটিংকৃত ১০,০০০/- টাকার নোটটি সামাজিক যোগাযোগমাধ্যম Facebook এ ভাইরাল করা হয়। সরেজমিনে অনুসন্ধানে বাংলাদেশ প্রতিদিন ও উখিয়া নিউজ এ প্রচারকৃত সংবাদের কোন সত্যতা পাওয়া যায় নাই।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া আরসার মুদ্রার ব্যাপারে অনুসন্ধান করে জানা যায় আরসা মূলত প্রপাগান্ডা ছড়ানোর জন্য উক্ত মুদ্রা সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে। বিভিন্ন রোহিঙ্গা এবং মুহিবুল্লাহর সংঘটনের লোকদের কাছ থেকে জানা যায় এখনো পর্যন্ত আরসার মুদ্রা ক্যাম্পে কারো নজরে আসে নাই। আরও তথ্যের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
তারিক
অধিনায়ক
১৬ এপিবিএন, টেকনাফ কক্সবাজার