রাজধানীর গাবতলি বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা পারাপারের জন্য অনেক আগেই তৈরি হয়েছিল আন্ডারপাস। মূলত দূর্ঘটনা এড়াতেই এটি তৈরি করা হয়েছে। কিন্তু মানুষের মাঝে কোনোরূপ সচেতনতা তৈরি না হওয়ায় এখনো তারা অবাধে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। এর ফলে দূর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এই রাস্তা দিয়েই দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন।
জনসাধারণের এরূপ অসচেতনতামূলক কার্যে এসব যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এমতাবস্থায় প্রশাসনের উচিৎ জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিক জরিমানার ব্যবস্থা করা।তা না হলে ভবিষ্যতে বড় কোনো দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।
Agrajatra 24 The most investigative weekly newspaper of Bangladesh