ঢাকারবিবার , ৩ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

জলঢাকায় স্বর্ন শিল্পী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস এইচ পলাশ রায়, স্টাফ রিপোটারঃ
জানুয়ারি ৩, ২০২১ ৫:২২ পূর্বাহ্ণ
Link Copied!

নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রান্ত চন্দ্র(১৯) নামে এক স্বর্ন শিল্পীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (২ জানুয়ারি/২০২১) দুপুরে তার মরদেহটি উদ্ধার করা হয়। প্রান্ত চন্দ্র জলঢাকা উপজেলার বগুলাগাড়ী রাজারহাট বাজারের রত্না জুয়েলারি দোকানে স্বর্ন শিল্পীর কারিগর হিসাবে কর্মরত ছিল। তার বাড়ি রংপুরের তারাগঞ্জে।

জুয়েলারি দোকানের মালিক পরিতোষ রায় জানান, প্রতিদিনের ন্যায় প্রান্ত চন্দ্র দোকানেই কাজ করে রাতে ঘুমাতো। আজ শনিবার সকলে দোকানে এসে দেখি বন্ধ। এরপর দোকানের ছাদের তীরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে জেলার মর্গে ময়না তদন্ত করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।