ছাতক প্রতিনিধি
জাউয়া বাজার ইউ/পি গনির্বাচনে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশী ও জাউয়া বাজার ইউ/পি সাবেক ভাঃ চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সফল সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালিক সাহেব এর সভাপতিত্বে এবং ছাতক উপজেলা যুবলীগ এর যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আলী’র পরিচালনায় ছাতক উপজেলার তকিরাই পুটিয়ার মাঠে গন-সংবর্ধনা অনুষ্ঠানে হাজারেরও বেশি মানুষ নিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করেন।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ৬নং ওয়ার্ডের সভাপতি আং হক,সদস্য মাসুক মিয়া,আনফর আলী,ছালিক মিয়া,আব্দুল গফুর,৮নং ওয়ার্ডের সদস্য মতকিন আলী(খিদ্রাকাপন),ইউনিয়ন আওয়ামী লীগ এর সদস্য মকু মিয়া(রাউলী) অজিত ভৌমিক(কৈতক),জয়নাল আবেদীন(সাউদের গাঁও),১ং ওয়ার্ডের সভাপতি আরজু মিয়া(কপল),সাঃ সম্পাদক আবু বক্কর(শুড়িগাঁও),সমুজ মিয়া(মগল গাঁও),৯নং ওয়ার্ডের সহ সভাপতি নুনু মিয়া,সাঃ সম্পাদক সফিকুল ইসলাম,৯নং ওয়ার্ডের হাজী আব্দুস ছোবাহান,সাবেক মেম্বার আসক আলী,রতন দেব,কাজল দস্তিদার,আইয়ুব আলী,ফারুক মিয়া,তজম্মূল আলী(সাউদের গাঁও),আসকর আলী(সাউদের গাঁও),ইসরাত খান(সাউদের গাঁও),আগিজাল থেকে সিরাজুল ইসলাম,হবিবুর,মইনুল,আব্দুর রউফ,আলাল মিয়া,বদরুল হক,জাকারিয়া,কৈতক থেকে মুক্তার আলী,জলিল মিয়া,উজ্জল মিয়া,জালু মিয়া,আব্দুল কাদির,দরবেশ,মনির,দেওয়ান আলী,আব্দুস ছালাম,রাউলী থেকে গয়াছ মিয়া,বাবুল মিয়া,রসিক আলী,আং হক,সুজন,সুরত,খলিল মিয়া,আব্দুল আলীম,আমীরুল,হবিবুল ইসলাম,আতাউর রহমান,জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগ এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী,জাউয়া বাজার ইউ/পি যুবলীগ থেকে সাবেক সহ-সভাপতি উলফত আলী,যুগ্ম সম্পাদক কয়ছর আহমেদ,সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ,ছাত্রলীগের জয়নাল আবেদীন,কামরুল,জাকির,রাজু,তোফায়েল,এছাড়াও জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ৬ই মার্চ ২০২১ইং তারিখে রোজ শনিবার,ছাতকের কৃতি সন্তান আল-আমীন ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বেসরকারি বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায়,উপজেলার তকিরাই পুঠিয়ার মাঠে এক বিশাল গন সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত গন-সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এম,পি,প্রাধন বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও সুনামগঞ্জ ৪আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান,বিশেষ বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য ইঞ্জি. মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও মাননীয় সংসদ সদস্য শামীমা শাহরিয়ার এম,পি(সংরক্ষিত মহিলা আসন সিলেট-সুনামগঞ্জ)।