কিশোর-কিশোরী এবং তরুণদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টি সমৃদ্ধ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের বার্ষিক জাতীয় অনুষ্ঠান হলো নিউট্রিশন অলিম্পিয়াড। বাংলাদেশে নিউট্রিশন ক্লাবের পথচলা শুরু ২০১৫ সালে, BIID এর হাত ধরে। প্রথমে ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করা হলেও বর্তমানে সাড়ে চার হাজারেরও বেশি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে সক্রীয় নিউট্রিশন ক্লাব রয়েছে যার মাধ্যমে স্বল্প পরিসরে হলেও নিউট্রিশন নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এই ছোট-বড় নিউট্রিশন ক্লাবগুলোকে একত্রিত করে BIID Foundation বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় যৌথ ভাবে ২০১৭ সাল থেকে নিউট্রিশন অলিম্পিয়াডের আয়োজন করে আসছে। পুষ্টি বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক লক্ষ্য সমূহ অর্জনে তরুণদের নেতৃত্বে এই অলিম্পিয়াড কার্যকর ভূমিকা পালন করে আসছে।
আগামী ২৬শে ডিসেম্বর, ২০২০ (শনিবার) “নিউট্রিশন অলিম্পিয়াড ২০২০” আয়োজন করা হচ্ছে। কোভিড ১৯ মহামারীর কারণে এবার অনলাইনে নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারো নিউট্রিশন অলিম্পিয়াডে বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রম এর আয়োজন করা হয়েছে।
উক্ত অলিম্পিয়াডে ১০-২৪ বছর বয়সী ব্যক্তিগণ অনলাইনে রেজিস্ট্রেশন করে ৩টি গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন।
(গ্রুপ ক: ১০-১৪ বছর, গ্রুপ খ: ১৫-১৯ বছর ও গ্রুপ গ:২০-২৪ বছর)
উক্ত অলিম্পিয়াডে প্রতিযোগিতার বিষয়সমূহ হল:
ছবি অংকন, পাবলিক স্পিকিং, ওপেন ইন্টারনেট চ্যালেঞ্জ, ভিডিও ম্যাসেজ, ফুড ডিজাইন, বিতর্ক,গান, নাটক, ক্লাব প্রেজেন্টেশন, রচনা ও একশন ট্রি।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের লিংক:
http.//online.nutritionolympiad.net/
রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৫/১২/২০২০
Agrajatra 24 The most investigative weekly newspaper of Bangladesh