রাসেল আহমেদ,
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং মোহাম্মদপুর ২নং আপ নামক৷ স্হানে। গতকাল ১৭ ডিসেম্বর (শুক্রবার) বেলা ০১২:০০ ঘটিকায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে ঘটনাস্থলে ইউসুফ আলী নামের এক যুবক নিহত হয়।
নিহত ইউসুফ আলির বয়স আনুমানিক ৩০।তার বাড়ি চাঁদপুর জেলার জগন্নাতপুর উপজেলার জগন্নাথপুর নামক গ্রামে। নিহত ইউসুফ আলির বাবার নাম মোঃরহমত উল্লাহ। মোটর সাইকেলে থাকা সোহেল নামের আরো একজন আরোহী কে মূমর্শ অবস্থা সিলেট এম এজি ওসমানী হাসপাতালে নেওয়া হলে করতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার বিবরণিতে জানা যায় মহাসড়কে হঠাৎ চলন্ত অবস্থায় ইউসুফ আলী’র মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে।ঘটনাস্থলেই নিহতো হন ইউসুফ।মাত্র কয়েক দিন আগেই সিলেট তামাবিল মহাসড়কের শ্রিপুর নামক স্হানে মোটরসাইকেল দুর্ঘটায় আরিফ নামের একটি ছেলে নিহত হয়।তার রেস কাটতে না কাটতেই গতকাল আরো একটি দূর্ঘটানার সাক্ষী রইলো সিলেট তামাবিল মহাসড়ক।
সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়ে গোয়াইনঘাট থানার (ওসি) পরিমল চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর ২নং আপ নামক স্হানে একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থলেই একজন এবং পরবর্তী তে আরো একজন সহ মোট দুইজন এর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব।