ঢাকাসোমবার , ১ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

জাফলংয়ে প্রশাসনের অভিযান: শ্যালো মেশিন ধ্বংস

Agrajatra 24
মার্চ ১, ২০২১ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল শুক্কুর, গোয়াইনঘাট থেকে:- সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ. কে. এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে জাফলংয়ের নয়াবস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে, পাথর উত্তোলনের দায়ে ২৫ টি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় গোয়াইনঘাট থানার এস আই আবুল হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ. কে. এম নূর হোসেন নির্ঝর বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের প্রস্তুতি চলছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ২৫টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে।

অবৈধভাবে ভাবে পাথর উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।