রাসকিন-তালুকদার
জেলা প্রতিনিধি-জামালপুর
জামালপুরে গত চারদিন যাবৎ পুলিশ সুপার নাছির উদ্দিনের প্রত্যাহারের দাবিতে কর্মরত সাংবাদিকগণ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জামালপুর জেলা প্রেস ক্লাবের আয়োজনে অবস্থান কর্মসূচী পালন করে। অবস্থান কর্মসূচীতে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলীর সভাপত্বিতে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু , জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সোয়েব হোসেন, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক সচেতন কন্ঠ পত্রিকার সম্পাদক বজলুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাসস জেলা প্রতিনিধি লিখন,মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ জামাল, প্রমুখ। সঞ্চালনায় ছিলেন এস এ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম। এসময় বক্তারা অনতিবিলম্বে জামালপুর থেকে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের জন্য জানান। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।